মানুষের প্রতি ভালোবাসা

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে মানুষের প্রতি ভালোবাসা সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


image.png



লিংক


আসলে এই জীবনে আমরা মানুষ হিসেবে যদি মানুষকে ভালো না বাসি তাহলে আমরা কখনোই নিজেদেরকে ক্ষমা করতে পারব না। কারণ আমরা একজন মানুষ যদি অন্য মানুষের সাহায্যে সবসময় এগিয়ে আসি তাহলে আমাদের পৃথিবীতে এমন কোন শক্তি নেই যে আমাদের ধ্বংস করতে পারবে। আসলে মানুষ হলো মানুষের সব থেকে বড় শক্তি এবং মানুষ হলো সবকিছু ধ্বংসের প্রধান কারণ। মানুষ যদি চায় তাহলে এই পৃথিবীতে মানুষ যে কোন কিছু করতে পারে। আর একজন মানুষ যদি অন্য মানুষদের ভালোবাসে তাহলে কোন শক্তি এই সব মানুষদের ক্ষতি করতে কখনোই পারবে না। কারণ সৃষ্টির প্রথম থেকেই আমরা দেখে আসছি যে মানুষ কিভাবে মানুষের সাহায্যে সবসময় এগিয়ে আসতো।



আসলে পৃথিবীর সৃষ্টির প্রথমেই আমরা জানি যে পৃথিবীতে বিভিন্ন ধরনের হিংস্র জীবজন্তুর তখন বসবাস করত। এছাড়াও এসব জীবজন্তু যদি মানুষকে একা পেতো তখন সেই সব মানুষকে শিকার করে এই সব জীবজন্তুর খেয়ে নিতো। আসলে তখন থেকেই মানুষ কিন্তু মানুষের সাহায্য প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ তখন থেকে যদি মানুষ মানুষের সাহায্য না করতো এবং দলবদ্ধভাবে যদি বসবাস না করতো তাহলে আজ হয়তোবা মানুষের নামটি সারা পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যেত। কারণ এক এক করে সকল হিংস্র প্রাণী যদি মানুষদের শিকার করে খেয়ে ফেলতো। হয়তোবা পৃথিবীতে মানুষ জাতির আর কোন উদ্ভব হতো না।


কিন্তু তখন থেকে মানুষ দলবদ্ধভাবে বসবাস করত এবং একে অন্যের সাহায্যে এগিয়ে আসতো সব সময়। কারণ তারা যদি একে অন্যের সাহায্যে এগিয়ে না আসতো তাহলে তাদের বিভিন্ন বিপদের সম্মুখীন হতে হতো। যদি এক জায়গাতে অনেক মানুষ একসাথে দলবদ্ধ ভাবে থাকে এবং একে অন্যের সাহায্যে এগিয়ে আসে তাহলে কোন রকমের বিপদ আমাদের আক্রমণ করতে পারবে না। আর এই প্রয়োজনীয়তা উপলব্ধি করে মানুষ প্রাচীনকাল থেকে একে ওপরে একত্রে বসবাস করে আসছে এবং একে অন্যকে সাহায্য করছে।


আর বর্তমান সময়ে আমরা দেখি যে মানুষের মন মানসিকতা নষ্ট হয়ে গেছে এতটা বেশি যে মানুষ মানুষকে এখন হত্যা করতে একদম পিছুপা হচ্ছে না। কিন্তু এভাবে যদি মানুষ মানুষকে ভালো না বেসে একত্রে বসবাস করতে চায় তাহলে হয়তোবা মানুষও বর্তমানে আবার বিভিন্ন ধরনের বিপদের সম্মুখীন হবে। এছাড়াও মানুষ মানুষকে যদি ভালবাসে তাহলে আমরা সমাজে এখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারবো এবং নিজেদের সমাজকে আরো অনেক বেশি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। নতুবা আমাদের এই পৃথিবী নরকে পরিণত হবে। এজন্য মানুষ মানুষকে ভালবাসতে হবে এবং একে অন্যের প্রয়োজনে সব সময় এগিয়ে আসতে হবে।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Sort:  
 16 days ago 

কথায় আছে না "সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই"। মানুষ যদি মানুষকে না ভালোবাসে তাহলে মনুষত্ব টিকবে কিভাবে। এখন তো মানুষে মানুষে হানাহানি মারামারি কাটাকাটি চলছে। মানুষের মাঝে বিন্দু পরিমাণ মানবিকতা নেই। আর যার কারণে এরকম অমানবিক কর্মকাণ্ডগুলো ঘটছে। তবে আমরা যদি মানুষ মানুষকে ভালবেসে সবাইকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিতাম,তাহলে হয়তো দেশ, সমাজ, বিশ্ব, রাষ্ট্র ব্যবস্থা, অনেক সুন্দর হতো। ধন্যবাদ সুন্দর একটি বিষয় নিয়ে লেখার জন্য।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.12
JST 0.032
BTC 66439.14
ETH 3005.38
USDT 1.00
SBD 3.68