"বেস্ট ব্লগার অফ দা উইক " নির্বাচনের ক্ষেত্রে নতুন একটি নিয়ম চালু হলো ।।আমার বাংলা ব্লগ

in আমার বাংলা ব্লগ8 months ago

WhatsApp Image 2023-09-25 at 23.04.14.jpg


"আমার বাংলা ব্লগের" একটা নিউ ইনিশিয়েটিভ হলো "বেস্ট ব্লগার অফ দা উইক" নির্বাচন । প্রতি সপ্তাহে তিনজন সব দিক থেকে সেরা অথরকে এই আওয়ার্ডটা দেওয়া হয় । ইতিমধ্যে "বেস্ট ব্লগার অফ দা উইক" নির্বাচনের গাইডলাইন্স প্রকাশিত হয়েছে । সেখানে কি ভাবে এতগুলো ইউজারদের মধ্যে থেকে মাত্র ৩ জন ব্লগারকে "বেস্ট ব্লগার অফ দা উইক" নির্বাচন করা হয় সে বিষয়ে বিস্তারিত নির্দেশনা রয়েছে ।

আর পোস্ট ভ্যারিয়েশন নিয়ে ও একটি গাইডলাইন প্রকাশিত হয়েছে।তবে এবার একটি নতুন পয়েন্ট সংযোজিত হতে চলেছে "বেস্ট ব্লগার অফ দা উইক " নির্বাচনের ক্ষেত্রে।আগে মোট কতগুলি পোস্ট গণনা করা হবে সে বিষয়ে কোনো নিয়ম ছিল না।কিন্তু এবার থেকে প্রতি সপ্তাহে বেস্ট ব্লগার অফ দা উইক নির্বাচনের ক্ষেত্রে ম্যাক্সিমাম পোস্ট গণনা করা হবে।
তো চলুন দেখে নেওয়া যাক "আমার বাংলা ব্লগে" এই নয়া নিয়মটি :

এখন থেকে শুধুমাত্র " বেস্ট ব্লগার অফ দা উইক " নির্বাচনের ক্ষেত্রে প্রত্যেক মনোনীত ইউজার এর সর্বোচ্চ দশটা পোস্ট গণনা করা হবে।যদি কেউ ১০ টা পোস্ট এর বেশি পোস্ট করেন সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই কিন্তু বেস্ট ব্লগার এর ক্ষেত্রে সর্বোচ্চ ১০ টা পোস্ট গণনা করা হবে।)




VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।

BoC- linet.png
-cover copy.png

|| Community Page | Discord Group ||


Posted using SteemPro Mobile

Sort:  
 8 months ago 

এটা খুব ভালো হয়েছে। ইতোমধ্যে যারা বেস্ট ব্লগার হয়েছে সবাই দশটারও বেশি পোস্ট করে থাকে। এবং তাদের পোস্টের ভেরিয়েশন ও চমৎকার। বুঝা যায় যে তারা বেস্ট ব্লগার হওয়ার যোগ্য।

 8 months ago 

বেস্ট ব্লগার নির্বাচনের ক্ষেত্রে ১০ টি পোস্ট কাউন্ট করা হবে জেনে ভালো লাগলো দিদি। আসলে কয়েকদিন থেকেই দেখছি কিছু ইউজার এই বেস্ট ব্লগারের জন্য 15-16 পর্যন্ত পোস্ট করছে। আসলে এটা পোষ্টের কোয়ালিটি অনেকটা নষ্ট করে ফেলে। আর অনেকেই আছে যারা কয়েকজন ব্যক্তির জন্য নিজেরাও এই প্রতিযোগিতা থেকে সরে এসেছে। আশা করছি এখন থেকে সবাই নিজের পোস্টের কোয়ালিটি বজায় রাখবে এবং ভালো ফলাফল পাবে। বেস্ট ব্লগার নির্বাচনের ক্ষেত্রে পরিবর্তন আনার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি দিদি।

 8 months ago 

অনেক ভাল একটি ঘোষণা দেওয়া হলো যা আমার বেশ ভাল লেগেছে। আশা করি সকলেই ভাল কোয়ালিটির পোস্ট করার চেষ্টা করবেন। আসলেই এত গুলো পোস্ট না করে যদি ভাল কোয়ালিটির মিনিমাম ৯-১০ টি পোস্ট করলে আমার মতে যতেষ্ট। বেস্ট ব্লগার নির্বাচনে নতুন নিয়ম দেখে খুব ভাল লাগলো। ধন্যবাদ প্রিয় দাদাকে এবং দিদি আপনাকেও।

 8 months ago 

নতুন নিয়ম শুনে বেশ ভালো লাগতো। আসলে দশটি পোস্টের বেশি কেউ পোস্ট করলে মনে হচ্ছে পোস্টের কোয়ালিটি একদম লো হয়ে যাবে। একজন ইউজারের পক্ষে সপ্তাহে ১০ টির বেশি পোস্ট না করাই ভালো আমি মনে করি। কারণ এতে পোস্টের সংখ্যা বাড়াতে গিয়ে পোষ্টের মান একদম কমে আসার সম্ভাবনাই বেশি থাকে। যাই হোক আপু নতুন নিয়ম দেখা বেশ ভালো লাগলো।

 8 months ago 

দিদি অনেক ভালো একটা উদ্যোগ নিয়েছেন।সত্যি সপ্তাহে ১০ টা পোস্ট করলে আমার মনে হয় পোস্ট কোয়ালিটি অনেক ভালো হবে।এই পোস্ট পড়ে সকল ইউজার অনেক উপকৃত হবেন।ধন্যবাদ দিদি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 8 months ago 

অতিরিক্ত পোস্ট করতে গেলে পোস্টের কোয়ালিটি নষ্ট হয়। এই ক্ষেত্রে সপ্তাহে ১০ টি পোস্ট করা স্বাভাবিক বিষয়। পোস্টের ভ্যারিয়েশন এবং কোয়ালিটি ঠিক রেখে করা সম্ভব।
জানতে পেরে খুবই ভালো লাগল। অনেক ভালো একটি উদ্যোগ নিয়েছেন।

 8 months ago 

দিদি যদিও বেস্ট ব্লগার অফ দা উইক এর নতুন নিয়ম সম্পর্কে গত হ্যাংআউটে শুনেছিলাম। আজকে অফিসিয়ালি ঘোষনা পেয়ে ভালো লাগলো। আশা করছি সব মেম্বারা নিয়মটা মেনে চলবে। সবার প্রতি শুভ কামনা রইল। ধন্যবাদ।

 8 months ago 

আমার মতে এটা সঠিক ডিসিশন কারণ প্রতি সপ্তাহে যদি ভালোমতো কোয়ালিটি সম্পূর্ণ পোস্ট করা যায় তাহলে ১০ টি পোস্ট যথেষ্ট। কিন্তু অনেকেই ১৩-১৪ টা পর্যন্ত করে পোস্ট করে যাই হোক নতুন নিয়ম সম্পর্কে অবগত হয়ে ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 8 months ago 

বেস্ট ব্লগার নির্বাচনের ক্ষেত্রে পরিবর্তন আনা হয়েছে জেনে খুব ভালো লাগলো। আসলে প্রতিযোগিতার জন্য বর্তমানে অনেকে দেখছি ১২ থেকে ১৫টা পর্যন্ত পোস্ট করছে। এতে করে পোস্ট কোয়ালিটি নষ্ট হয়। একটি ভালো মানের পোস্ট করতে অনেক সময় প্রয়োজন হয়। যা দেখা যায় নরমাল দুটি পোস্ট এর সমান সময় ব্যয় হয়। পোস্টের সবদিক ঠিক রেখে পোস্টের কোয়ালিটি বৃদ্ধি করলে যেমন পোস্টটি দেখতে সুন্দর লাগে তেমনি কমিউনিটির সৌন্দর্য বৃদ্ধি পায়। নতুন নিয়ম আনার জন্য শ্রদ্ধেয় দাদা সহ সকল এডমিন মডারেটর প্যানেলের সকল সদস্যদেরকে ধন্যবাদ জানাই।

 8 months ago 

নতুন এই নিয়মের কথা গত সপ্তাহে হ্যাংআউট এ শুনেছিলাম। খুবই ভালো লেগেছিল এই নতুন নিয়মটি। কিছুদিন দেখতে পেলাম কম ইউনিটের সকল ইউজাররা রোবটের মত কাজে নেমে পড়েছে শুধুমাত্র ব্লগার অফ দা উইক হবার জন্য। নতুন এই উদ্যোগটি আমার কাছে খুবই ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.13
JST 0.032
BTC 65128.28
ETH 2950.17
USDT 1.00
SBD 3.64