তোমার স্মৃতি

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে আমার লেখা একটি কবিতা পোস্ট করলাম ।


image.png



লিংক

আমার কাছে মনে হয়েছে প্রিয় মানুষগুলো যখন আমাদের কাছে থাকে তখন আমাদের কাছে সব সুখ থাকে। আবার আমাদের কাছ থেকে যখন চলে যায় তখন মনে হয় যেন আমাদের সকল সুখ নিয়ে চলে যায়। আসলে এটা আমাদের একটা মনের ভুল। কারণ আমরা তাদেরকেই সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে থেকে আমাদের জীবনে। তাইতো তাদের উপস্থিতিতে আমাদের ভালো লাগে। আবার যখন তারা আজ থেকে দূরে চলে যায় তখন আরো বেশি খারাপ। আসলে মনে শান্তি না থাকলে কখনো জীবনে সুখ আসে না।

এতদিন যে মানুষকে যেহেতু আমাদের সাথে ছিল তাই তার কথা আমাদের সব থেকে বেশি মনে পড়ে। কারণ তার সাথে আমরা বিভিন্ন ধরনের সময় কাটিয়েছি। অর্থাৎ সুখের সময় দুঃখের সময় তাদের সাথে আমরা অতিবাহিত করেছি। কিন্তু এই মানুষগুলো যখন আমাদের জীবন থেকে চলে যায় তখন এর থেকে বেশি কষ্ট আর আমরা কোথাও পাই না। কারণ তাদেরকে আমরা অনেক মন থেকে ভালোবেসেছি এবং তাদেরকে কখনো আমরা জীবনে হারাতে চাইনি। তাইতো তাদের কাছে পাওয়ার জন্য আমাদের মনটা সব সময় আনচান করে। যদিও তারা সারা জীবনের জন্য চলে গেলেও মনের ভিতরটা কেন যেন মনে হয় তারা আবার জীবনে ফিরে আসবে।



আসলে যখনই প্রিয় মানুষগুলো আমাদের কাছ থেকে দূরে চলে যায় তখন আমাদের দেখা সব স্বপ্নগুলো যেন আস্তে আস্তে মিথ্যে হয়ে যায়। কারণ তারা যখন আমাদের জীবনে ছিল তখন তাকে নিয়ে আমরা বিভিন্ন ধরনের স্বপ্ন দেখতাম সর্বক্ষণ। কারণ তখনও আমরা মনে করতে পারিনি যে সেই প্রিয় মানুষটি আমাদের জীবন থেকে এত দূরে চলে যাবে। তবুও চলে যাওয়ার পর মনে হয় যে হঠাৎ করে যদি আবার প্রিয় মানুষটি আমাদের জীবনে চলে আসে তাহলে আবার পুনরায় তাকে নিয়ে আমরা ঘর বাঁধার স্বপ্ন দেখবো।


তোমার স্মৃতি


হঠাৎ করে দেখা দিলে,

আবার কোথায় হারিয়ে গেলে।

কেন তবে এসেছিলে জীবনে,

কাঁদিয়ে গেলে আমায় ভবে।


এ কষ্ট যে সইতে পারিনা,

কেন ব্যথা দিলে আমার মনে।

ব্যথা দিয়ে আবার চলে গেলে,

ভুলতে পারি না যে তোমারে।


কত স্বপ্ন যে তোমায় নিয়ে,

দেখেছিলাম আমি এই জীবনে।

তোমার যাওয়াতে জীবনটা আবার,

সব হারিয়ে গেলো নিমিষেই।


এমন তো কথা ছিল না আগে,

থাকবে আমার সাথে সব সময়।

সময় যে এখন থমকে দাঁড়ালো,

কি করব বুঝতে পারে না হৃদয়।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.12
JST 0.029
BTC 69344.75
ETH 3687.94
USDT 1.00
SBD 3.27